মাদরাসায় মঙ্গল শোভাযাত্রার পরবর্তীতে জাতীয় সংগীত ও কুরআন তেলাওয়াতের মাধ্যমে বাংলা নববর্ষ পালনের নতুন নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার মাদরাসা অধিদফতরের উপ-পরিচালক (প্রশাসন) মো: জাকির হোসেন এ নতুন নির্দেশনা জারি করেন।
এর আগে ৩ এপ্রিল মাদরাসা অধিদফতর থেকে সব মাদরাসায় মঙ্গল শোভাযাত্রা পালনের নির্দেশনা দেয়া হয়েছিলো। পরে সমালোচনার মুখে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবারে নির্দেশনায় বলা হয়, মাহে রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য বজায় রেখে জাতীয় সংগীত পরিবেশন ও কুরআন তেলাওয়াত ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন করতে হবে। আদেশটি সব বেসরকারি মাদরাসার অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি প্রধানদের পাঠানো হয়েছে।
এ বিষয় উপ-পরিচালক (প্রশাসক) মো: জাকির হোসেন আরো বলেন, আগে আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনাকে সংযুক্ত করে নির্দেশনা দিয়েছিলাম। বিষয়টি নিয়ে নানা সমালোচনা হওয়ায় এখন নতুন করে এ নির্দেশনা দেয়া হয়েছে। তবে ইত্যাদি কার্যক্রমের অংশ হিসেবে প্রতিষ্ঠান চাইলে নববর্ষের অন্যান্য কার্যক্রম করতে পারবেন।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ ৯ এপ্রিল সব মাদরাসায় পাঠানো আগের নির্দেশনা পাঠিয়েছিলো। পরে এ নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়েছিল ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ।
জানাতে চাইলে মাদরাসা শিক্ষা অধিদফতরের কর্মকর্তারা বলেন, আগের নির্দেশনা বাতিল হয়নি। নতুন নির্দেশনাও বহাল আছে। কৌশলগতভাবে এ নতুন নির্দেশনা জারি করা হয়েছে বলেও মন্তব্য করেছেন কর্মকর্তারা।
এদিকে মঙ্গল শোভাযাত্রা পালনের নির্দেশনা নিয়ে সমালোচনার মধ্যে বৈধতা চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা পালনের নির্দেশনা সংক্রান্ত প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে।
Discussion about this post