প্রবাসীদের সেবা প্রদানের লক্ষে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ফ্লাইবিডি বিজনেস ম্যানেজমেন্ট। রবিবার স্থানীয় সময় রাত ৮ টায় দুবাইয়ের আল তাওয়ার সেন্টারে এই প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।
দুবাই বাংলাদেশ কনসুলেটে নিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান ও দুবাই পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা আলী রমাদান আহমেদ ফিতা কেটে ফ্লাইবিডি বিজনেস ম্যানেজমেন্টের অফিস উদ্বোধন করেন ।
উদ্বোধনী অনুষ্ঠানে কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান বলেন, দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি প্রবাসীরা। আপনাদের ঘাম ঝরানো রেমিট্যান্সের ফলেই বৈশ্বিক মন্দার সময়েও দেশ এগিয়ে চলছে। আসল হিরো তো আপনারাই। দেশে থাকা স্বজনদের কাছে টাকা পাঠাতে হুন্ডি এড়িয়ে চলতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
ফ্লাইবিডি বিজনেস ম্যানেজমেন্ট দুবাইতে প্রবাসী বাংলাদেশিদের ভিসা প্রসেসিং এবং বিমান টিকেটসহ সকল ধরণের অফিসিয়াল তথ্যাদি দিয়ে সহযোগিতা করবে। এছাড়া দুবাইতে নতুন ব্যবসা প্রতিষ্ঠান খোলার বিষয়েও সহায়তা দিবে ফ্লাইবিডি বিজনেস ম্যানেজমেন্ট।
ফ্লাইবিডি বিজনেস ম্যানেজমেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অংশ নেন দুবাইয়ের আলী ইব্রাহীম ল’ ফার্মের বাংলাদেশি কনসালটেন্ট ফেরদৌস ফরহাদ, মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি এম এ তাহের ভূইয়া, বৃহত্তর ফরিদপুর সমিতির সংযুক্ত আরব আমিরাত সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুকুল আহমেদ, ফারহানা কার্গো সার্ভিসের কর্ণধার শেখ মোহাম্মাদ আখতার হোসেন, ওয়াদি আল সাইদ ট্র্যাভেলের কর্ণধার সাঈদুর রহমান সাহেদ সহ আরও অনেকে।
প্রতিষ্ঠানটির সাফল্য কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন স্বয়তুল-হক দুবাইয়ের প্রতিষ্ঠাতা ও ইসলামি চিন্তাবিদ শায়েখ মাসুম বিল্লাহ আল আসাদ।
শিগ্রই বাংলাদেশেও ফ্লাইবিডি বিজনেস ম্যানেজমেন্টের শাখা চালু হবে বলেও জানানো হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
Discussion about this post