দুবাই থেকে ঢাকাগামী একটি ফ্লাইটে হৃদরোগে আক্রান্ত হয়ে শাব শেখ (মৃত্যু সনদ অনুযায়ী) নামের এক বাংলাদেশি যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
গতকাল শনিবার ‘ফ্লাই দুবাই’ এয়ারলাইন্সের এফজেড ৫২৩ ফ্লাইটে এ ঘটনা ঘটে। এছাড়া মাঝ-আকাশে হার্ট অ্যাটাকে ওই যাত্রী মারা গেছেন বলে ফ্লাই দুবাই কর্তৃপক্ষের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।
খালিজ টাইমসকে দেওয়া এক বিবৃতিতে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের মুখপাত্র বলেন, পথিমধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া শাব শেখের (৫৯) পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তার অসুস্থার কথা শুনে আমরা ফ্লাইটটি পাকিস্তানের করাচি বিমানবন্দরে অবতরণ করাই। কিন্ত গুরুতর অসুস্থ ওই যাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি।
পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তাদের মতে, দুবাই থেকে ঢাকাগামী ফ্লাই দুবাইয়ের ওই ফ্লাইটের একজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন।
পরে ফ্লাইটের ক্যাপ্টেন করাচি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান।
করাচি বিমানবন্দরের কর্মকর্তারা বলেছেন, বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া হয়। বিমানবন্দরে অবতরণের সাথে সাথে ওই যাত্রীর জন্য চিকিৎসক এবং একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু অবতরণের সময়ই ওই যাত্রী মারা যান বলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর ঘোষণা দিয়েছেন।
Discussion about this post