নতুন শর্তে সৌদি আরবের সাথে হজ চুক্তি করেছে বাংলাদেশ। ওই চুক্তিতে নেই বয়সের বাধা এবং বহাল রাখা হয়েছে আগের কোটা। অর্থাৎ চলতি বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন মুসল্লি হজ পালন করতে পারবেন।
সোমবার সকালে সৌদি আরবে এ সংক্রান্ত চুক্তিটি সম্পন্ন হয়।
হজ চুক্তিতে বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান এবং সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ সই করেন।
এর আগে, ২০২০ এবং ২০২১ সালে মহামারী করোনার কারণে নিষেধাজ্ঞা জারি করে সীমিত পরিসরে হজ আয়োজন করে সৌদি কর্তৃপক্ষ। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর নিয়ম কিছুটা শিথিল করা হয়। সৌদি সরকারের পক্ষ থেকে বেঁধে দেয়া নিয়মে স্বাভাবিকের চেয়ে অর্ধেক সংখ্যক মুসল্লি সুযোগ পান পবিত্র হজ পালনের। আজন্ম লালিত হজের আশা অধরা থেকে যায় অর্ধেকের বেশি নিবন্ধিতের। কিন্তু সোমবারে হওয়া নতুন চুক্তির পর নিবন্ধিতদের আর কোনো শঙ্কা থাকল না।
Discussion about this post