ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে অবশেষে দল পেলেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস। শুক্রবার কোচিতে অনুষ্ঠিত নিলামে সাকিবকে দেড় কোটি ও লিটনকে ৫০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে শায়রুখ খানের মালিকানাধীন দল কলকাতা নাইট রাইডার্স।
নিলামের প্রথম ডাকে অবিক্রীত ছিলেন দু’জনই। তবে দিন শেষে নিলামের দ্বিতীয় দফায় ভিত্তিমূল্যতেই তাদের দু’জনকে কিনে নিয়েছে কলকাতা। প্রথম দিনে এখনোও অবিক্রীত রয়েছেন পেসার তাসকিন আহমেদ।
এ বছর ১৮ কোটি ৫০ লাখ রুপিতে ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারানকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। এটি আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দাম। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ কোটি ৫০ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিনকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ১৬ কোটি ২৫ লাখ রুপিতে বেন স্টোকসকে নিয়েছে চেন্নাই সুপার কিংস।
Discussion about this post