অঘটন, দুর্ভাগ্য আর স্মরণীয় এক বিশ্বকাপ সফর শেষে দেশে ফিরলেন বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের সদস্যরা। সোমবার (৭ নভেম্বর) রাত ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে বহনকারী বিমানটি।
পাকিস্তানের বিপক্ষে হারের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করলো সাকিবের দল। সেমি-ফাইনালে খেলার সুযোগ থাকলেও ব্যর্থ হয় টাইগাররা। যেকোনো টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে এবারই প্রথমবারের মতো দু’টি জয় পায় বাংলাদেশ।
এর আগে, সোমবার সকাল ১০টায় অ্যাডিলেড থেকে দেশের বিমান ধরেছিলেন টাইগাররা