আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ সামনে রেখে কাতারে প্রবাসী বাংলাদেশিদের ট্রাভেল টুরিজম ব্যবসা এখন জমজমাট। দেশটিতে প্রবাসীদের ট্রাভেল টুরিজমের প্রতিষ্ঠানগুলোতে বেড়েছে টিকিট বিক্রি।
আগামী ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হবে ফিফা ফুটবল বিশ্বকাপ। এখন থেকেই জমজ’মাট দেশটির টুরিজম খাত। বিশ্বকাপ খেলা দেখার টিকিট পাওয়া দর্শ’করা নিজেদের হায়া কার্ড ব্যবহার করে ঘুরতে পারবেন মধ্যপ্রাচ্যের চারটি দেশ সৌদি আরব, আরব আমিরাত, ওমান ও জর্ডানে।
বিশ্বকাপ ঘিরে দেশটিতে প্রবাসীদের মালিকানাধীন ট্রাভেল টুরিজমের প্রতিষ্ঠানগুলোতে বেড়েছে টিকিট বিক্রি। ভিড় জমাচ্ছেন ঘুরতে যাওয়া প্রবাসীরাও। একই সঙ্গে দেশে ছুটি কাটাতে যাওয়া প্রবাসীরাও কিনছেন টিকিট।
কাতার ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ট্রাভেল টুরিজমের আরও নতুন ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেছেন প্রবাসী ব্যবসায়ীরা। এভার গ্রিন ট্রাভেল অ্যান্ড টুরিজম কাতারের স্বত্বাধিকারী মোহাম্মদ ইয়াছির আরাফাত বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের কথা চিন্তা করে কয়েকটি শাখা চালু করেছি।
সবাইকে অনলাইন ও অফলাইনে ২৪ ঘণ্টা সেবা দেয়ার চেষ্টা করছি। দেশটির বিভিন্ন শহরে গড়ে উঠেছে বাংলাদেশিদের মালিকানাধীন ট্রাভেল টুরিজমের ব্যবসাপ্রতিষ্ঠান। বিশ্বকাপ উপলক্ষে প্রতিষ্ঠানগুলোতে মিলছে বিশেষ মূল্যছাড়ও।
Discussion about this post