হৃদরোগে আক্রান্ত হয়ে নওফেল বাদশা নামে এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন
সোমবার ৫ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধা ৭ টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্টানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৯।
নওফেলের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পূর্ব গড়দুয়ারা মিন্নাত আলী সারাং এর রাড়ী মোহাম্মদ ফজলুল হকের ছেলে। তিনি ৩ ভাই বোনের মধ্যে তিনি সবার বড়।
নিহতের ভাই নওশাদ জানান, এক মাস আগে তিনি বিবাহ করেন । প্রবাসীর মৃত্যুর খবর দেশে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সেখানকার অনুষ্ঠানিকতা শেষে লাশ দেশে আনা হবে।