জার্মানির ব্রেমেনে অনুষ্ঠিত হয়ে গেলো আন্তর্জাতিক মৎস্য মেলা। ৪-৬ সেপ্টেম্বর পর্যন্ত এই মেলা হয়। এতে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে ছয়টি কোম্পানি অংশগ্রহণ করে।
কোম্পানিগুলো হলো এসিআই এগ্রোলিংক লিমিটেড, ডিপ সি ফিশ লিমিটেড, এমইউ সি ফুড লিমিটেড, ক্রিমসন রোসেলা সি ফুড লিমিটেড, এপেক্স সি ফুড লিমিটেড ও কাতলিয়া এ সি ফুড লিমিটেড।
মৎস্য মেলাটি সলিডারিটাট নেটওয়ার্ক এশিয়ার সহযোগিতায় এবং বার্লিনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধায়নে আয়োজন করা হয়।
মেলার প্রথম দিন ৪ সেপ্টেম্বর বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।
তিনি বলেন, জার্মানি বাংলাদেশের দ্বিতীয় রপ্তানির গন্তব্যস্থল। রপ্তানি বহুমুখী করার উদ্যোগ হিসেবে বাংলাদেশ এই মেলায় অংশ নিয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ মৎস্য উৎপাদনে পৃথিবীতে তৃতীয়।























