বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির মোছাফ্ফা শাখা। শুক্রবার (২ সেপ্টেম্বর) শিল্পনগরী মোছাফ্ফার ডায়মন্ড সিটি রেস্টুরেন্টের হলরুমে এ আয়োজন করা হয়।
মোছাফ্ফা শাখা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের সাবেক যুগ্ম সম্পাদক আজম উদ্দিন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক সহ-সভাপতি মুহাম্মদ জাকির হোসাইন খতিব।
তিনি বলেন, আমিরাতসহ দেশ বিদেশের সব নেতাকর্মীদের জিয়াউর রহমানের আদর্শে আদর্শবান হতে হবে। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দলের সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
প্রধান বক্তার বক্তব্যে সংযুক্ত আরব আমিরাতের বিএনপির সাবেক সহ সভাপতি সিরাজুল ইসলাম নওয়াব বলেন, আশা প্রত্যাশা অনুযায়ী আমিরাতে খুব শিগগিরই নতুন কমিটি আসবে। সুতরাং সবাইকে আরও ধৈর্য ধারণের অনুরোধ করছি।
এ সময় সিনিয়র নেতাদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট শেখ শহিদুল ইসলাম, মুহাম্মদ আবদুল গফুর খান, মুহাম্মদ শাখাওয়াত হোসেন বকুল, মুহাম্মদ সরোয়ার আলম ভুট্টা, মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, মুহাম্মদ ইকবাল সিকদার, মুহাম্মদ ছাইফুদ্দিন তারেক, মুহাম্মদ আলী সুমন, শফিউল আজম, আবুল হাসেম মুরাদ, শেখ মুহাম্মদ সুমন, খোরশেদ আলম তালুকদার, সোহেল চৌধুরী, মুহাম্মদ মুরাদ, মুহাম্মদ কামাল, মুহাম্মদ ছাইফুদ্দিন রুবেল ও মুহাম্মদ আবু রাসেলসহ আরও অনেকে।
এছাড়াও অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Discussion about this post