রাশিয়ায় অনুষ্ঠিত গ্লোবাল ইয়ুথ সামিট-২০২২ এ অংশ নিয়েছেন বাংলাদেশি প্রকৌশলী ও স্কুল অব ইঞ্জিনিয়ার্সের সহ-প্রতিষ্ঠাতা হাসান মাহমুদ। আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ইয়ুথ উইং ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম এর আয়োজন করে। গত ২৭ থেকে ৩০ আগস্ট রাশিয়ার কাজান শহরে এটি অনুষ্ঠিত হয়।
বিশ্বের ৬৭টি দেশের ৩০০ জন প্রতিনিধি সামিটে অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী সামিটের উদ্বোধনী দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তায়েফ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মুসলিম বিশ্বের যুব মন্ত্রী, রাষ্ট্রদূত এবং কূটনীতিকরা।
সামিটের সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাটারস্থানের প্রেসিডেন্ট রুস্তম মিনিখানভ। বাংলাদেশি প্রকৌশলী হাসান মাহমুদ সামিটে ইয়ুথ এন্টারপ্রেনারশিপ এবং ডিজিটল ট্রেন্ডস ইন ইয়ুথ স্ফেয়ার বিষয়ে গোলটেবিল আলোচনায় অংশ নেন। তিনি আমন্ত্রিত ডেলিগেটদের স্কুল অব ইঞ্জিনিয়ার্সের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
ওই সামিটে ইয়ুথ ডেলিগেট হিসেবে অংশগ্রহণের সুযোগ পেতে বিশ্বের ১৩০টি দেশের ৭ হাজার ৬০০ জন আবেদন করেন। তুমুল প্রতিযোগিতার মধ্য দিয়ে মাত্র ৩০ জনকে কম্পিটিটিভ সিলেকশন পদ্ধতিতে চূড়ান্ত নির্বাচন করা হয়।
Discussion about this post