পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য প্রচার না করার জন্য তার ইউটিউব চ্যানেলও সাময়িক বন্ধ রাখার অভিযোগ করেছেন তিনি। তিনি জানান, রোববার (২১ আগস্ট) সন্ধ্যায় তার ইউটিউব চ্যানেল সাময়িক বন্ধ রাখা হয়।
এর আগে শনিবার (২০ আগস্ট) রাজধানী ইসলামাবাদে দেওয়া এক বক্তব্যে ইমরান খান দেশের পুলিশ ও অন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সমালোচনা করেন। এর পর তার বক্তব্য সরাসরি সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অর্থরিটি (পিইএমআরএ)।
টুইটারে ইমরান খান অভিযোগ করে বলেন, আমদানি করা সরকার তার বক্তব্য ইউটিউবের মাধ্যমে প্রচার করা বন্ধ করেছে।
ইমরান খানের দল শনিবার ইলেক্ট্রনিক মিডিয়ায় সম্প্রচার নিষেধাজ্ঞার পরপরই বলেছিল যে তারা পাঁচশ’র বেশি ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের মাধ্যমে ইমরান খানের রোববারের ভাষণ সরাসরি প্রচার করবে।
তবে ইমরান খানের অভিযোগের পরিপ্রেক্ষিতে রয়টার্স জানতে চাইলে পাকিস্তানের টেলিকমিউনিকেশন অথরিটির মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
গত এপ্রিলে সংসদীয় ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খান পাকিস্তানে নতুন নির্বাচনের ওপর জোর দিচ্ছেন। সারাদেশের জনসমাবেশে জ্বালাময়ী বক্তৃতা দিয়ে যাচ্ছেন। এসবই তার জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে।
সূত্র: রয়টার্স
Discussion about this post