সব ঠিকঠাক করেও দেশে ফেরা হলোনা চট্রগ্রামের হাটহাজারীর কুয়েস বুড়ির চরের অসুস্থ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সুজন চৌধুরীর! ১১/৮/২০২২ বৃহস্পতিবার ভিসা জটিলতায় দেশে ফিরা হলোনা অসুস্থ এই প্রবাসীর।
সুজন চৌধুরী আমিরাতের ফুজাইরাহ পূর্বাঞ্চলের খোর ফাক্কান জোবারা ইন্ডাস্ট্রিয়াল এলাকার ওয়েল্ডিং ওয়ার্কস ব্যবসায়ী ছিলেন। ২০১৬ সালে প্রথমে গাড়ি এক্সসিডেন্টে ২৫ হাজার দিরহাম জরিমানার পর ৩ বৎসর পূর্বে অসুস্থ হয়ে মানসিক ও অর্থনৈতিক বিপর্যয় নেমে আসে । সুজন চৌধুরী জীবন জীবিকায় বার বার চেষ্টা করেও আর ঘুরে দাড়াতে পারেন নি! অনেক লড়াই সংগ্রাম করেও প্রতিষ্ঠানকে ধরে রাখতে পারেননি!
অসুস্থ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সুজন চৌধুরী গত মে মাসে সুজন চৌধুরীর ভাগিনা আরিফ ও কমিউনিটি নেতা এম জাহিদ হাসান সহ অসুস্থতার সুজন চৌধুরীকে দেশে পাঠনোর জন্য সার্বিক সহোযোগিতা কামনা করে ১৭ মে দুবাই বাংলাদেশ কনসুলেট আবেদন করা হয়।
মান্যবর কনসাল জেনারেল জনাব বি এম জামাল হোসেন বিষয়টি গুরুত্ব দিয়ে লেবার কাউন্সিলর ফাতেমা জাহান মানবিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহন করতে নির্দেশনা প্রদান করে অসুস্থ সুজন চৌধুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে দুবাই থেকে সরাসরি ভর্তি করতে প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়কে আবেদন করলে ২ সপ্তাহের মধ্যে মন্ত্রনালয় থেকে অনুমোধন আসলে বিমানের টিকেট প্রদানে “হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাত ” সহ সুজন চৌধুরীর বন্ধু বান্ধব অনেকে এগিয়ে এসেছেন !
সুজন চৌধুরীর গাড়ি এক্সিডেন্ট মামলার নিষ্পত্তিতে ৫৩৯৭ দিরহাম কোর্টে পরিশোধ না করলে সুজন চৌধুরী বাংলাদেশে যেতে পারবেনা তাই তার ভাগিনা মোজাম্মেল কোর্টে জরিমান জমা দেয়ার ২ দিন পরে মামলা প্রত্যাহার হয় ।
এরপর শারজা ইমিগ্রেশনে আউটপাশ সংগ্রহ করলে বাংলাদেশ কনসুলেট থেকে সুজন চৌধুরীর বিমানের টিকেট দেয়া হলে কমিউনিটি নেতা এম জাহিদ হাসান সহ সুজন চৌধুরীর ভাগিনা মোজাম্মেল এর জন্য রিটার্ন টিকেটের ব্যবস্তা করেন কমিউনিটি নেতা ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি ফুজাইরাহ পূর্বাঞ্চল ইউ.এ.ই এর সহযোগীতায়।
অবশেষে গত ১১/৮/২০২২ রাত ৩.৩০ মিনিটে শারজা আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের জন্য বোর্ডিং পাশ সংগ্রহ করলেও সুজন চৌধুরীর ইন্ভেস্টার ভিসা কেন্সেল না করায় ইমিগ্রেশন অফিসার আমিরাত ত্যাগ করার অনুমতি দেয়নি!
সুজন চৌধুরী ইন্ভেস্টার ভিসা কেন্সেল করতে হবে আরও দুই জন ভাই এবং ভাতিজা সহ সবাই পাইন ভরে ভিসা কেন্সেল করে লাইসেন্স কেন্সেল করার পাশাপাশি সব জরিমানা পরিশোধ করলে সুজন চৌধুরী বাংলাদেশে যেতে পারবে! ১ লাখ দিরহাম জরিমানা ।
সুজন চৌধুরীর পায়ের অবস্থা সাররিক অবস্থা খুবই খারাপ দুই পা কেটে পেলতে হবে বলে ডাক্তার জানিয়েছেন
বাংলাদেশ দূতাবাস আবুধাবি, দুবাই বাংলাদেশ কনসুলেট জেনারেল, বাংলাদেশ কমিউনিটি সংযুক্ত আরব আমিরাত এর সকল নেতৃবৃন্দকে সুজন চৌধুরীকে বাচাতে এগিয়ে আসার আহবান জানিয়েছেন কমিউনিটি নেতা এম জাহিদ হাসান।
Discussion about this post