মুহাম্মাদ শোয়াইব,
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আরব বিশ্বের নেতাদেরকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং প্রাইম মিনিস্টার শেখ মুহাম্মদ বিন রাশেদ আল মাকতুম।
তিনি তাদের সুস্বাস্থ্য ও তাদের জনগণের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন।
এই উপলক্ষে দেশটির প্রাইম মিনিস্টার দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম একটি টেলিগ্রাম বার্তা পাঠান যাতে তিনি আরব রাষ্ট্র প্রধান দের কে অভিনন্দন জানান।
এ প্রসঙ্গে শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান টুইটারে লেখেন আমি আমার ভাই আমিরাতের শাসকদেরকে এবং তাদের জনগণকে ঈদ-উল-আযহা উপলক্ষে অভিনন্দন জানাই পাশাপাশি আমি দোয়া করি আল্লাহ তা’আলা তাদের সুখ সমৃদ্ধি ও উত্তরোত্তর উন্নতি বাড়িয়ে দিন।
প্রায় একই ধরনের পোস্ট করেন সেখানে দেশটির প্রাইম মিনিস্টার শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মকতুম। তিনি বলেন এই পবিত্র দিনে আরাফার দিবসে আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সমস্ত ভাইদেরকে আমিরাতের শাসকদেরকে ও তাদের জনগণকে কবুল করুন তাদের জীবনে উত্তরোত্তর সমৃদ্ধি দান করুন।
শেখ মোহাম্মদ বিন জায়েদ মিশর কুয়েত বাহরাইন ইত্যাদি দেশগুলোর নেতাদের সাথে ফোনে কথা বলেন এবং তাদের সঙ্গে ঈদ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন।
অন্যদিকে শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ইসরাইলের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দু’টি ফোন কল পান এবং তাড়াতাড়ি ঈদুল আযহা উপলক্ষে তাকে অভিনন্দন জানান।
তারা আমিরাতের জনগণের জীবনের উত্তরোত্তর কল্যাণ সুখ সমৃদ্ধি কামনা করেন।
Discussion about this post