রাজধানীর গ্রিনরোডে ভবন থেকে পড়ে ইমাম হোসেন (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে আত্মহত্যা করেছেন ওই শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ইমাম হোসেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি ভোলার লালমোহন উপজেলার পাটোয়ারী বাড়ি নবগ্রামের আক্তার হোসেনের ছেলে। বন্ধুদের সাথে পূর্ব রাজাবাজারে একটি মেসে থাকতেন তিনি।
এ বিষয়ে তেজগাঁও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, বিশ্ববিদ্যালয় ভবনের সাততলা থেকে লাফিয়ে পড়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
তবে ইমাম হোসেনকে হাসপাতালে নিয়ে আসা নাদিম আহমেদ বলেন, গ্রিনরোডের একটি বাসার সাততলার রেলিংয়ের ফাঁক দিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায় ইমাম। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
Discussion about this post