সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্রে পর্যটকদের কাছ থেকে প্রবেশ ফি নেয়া আপাতত বন্ধ থাকছে।
মঙ্গলবার জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান জানান, মঙ্গলবার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় জাফলংয়ে প্রবেশ ফি নিয়ে আলোচনা হয়। এ সময় সিলেটের সব পর্যটনকেন্দ্র টোলমুক্ত করতে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম প্রস্তাব দেন। এ প্রস্তাবের পক্ষে সমর্থন জানান সভায় উপস্থিত অনেকেই।
জেলা প্রশাসক মো: মজিবুর রহমান তাদের জানান, জেলা আইনশৃঙ্খলা সভার পরবর্তী মিটিংয়ে বিস্তারিত আলোচনা করে পর্যটন মন্ত্রণালয় বরাবরে টোলমুক্ত পর্যটনকেন্দ্র করার প্রস্তাব পাঠানো হবে। চূড়ান্ত সিদ্ধান্তের পূর্ব পর্যন্ত জাফলং পর্যটন কেন্দ্রে টোল আদায় বন্ধ থাকবেও বলে জানান তিনি।
সূত্র : বাসস
Discussion about this post