হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় সাড়ে ১০ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
উদ্ধার করা বারগুলোর বাজারমূল্য প্রায় সাত কোটি টাকা।
রোববার কাস্টমস গোয়েন্দা ওই স্বর্ণবারগুলো উদ্ধার করে।
দুপুরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, উদ্ধার করা সোনার মোট ওজন ১০ কেজি ২২০ গ্রাম।
যেখানে ৮৮টি বার পাওয়া গেছে।
এ বিষয়ে আজ বিকেলে রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
Discussion about this post