সংযুক্ত আরব আমিরাতে ৫৪০ বন্দিকে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। রমজান মাস সামনে রেখে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
৫৪০ বন্দি বিভিন্ন মেয়াদে কারাগারে সাজাভোগ করছেন। সোমবার (২৮ মার্চ) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সকলের মধ্যে মানবিক চেতনা, সহিষ্ণুতা ও ক্ষমার দৃষ্টিভঙ্গি জাগ্রত করতে তিনি বন্দিদের মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন। এর মাধ্যমে তারা যেমন নতুন জীবন ফিরে পাবে তেমনি তাদের পরিবারের কষ্টও লাঘব হবে।
রমজানকে সামনে রেখে আমিরাতের প্রেসিডেন্ট প্রতি বছর ক্ষমা করে থাকেন। পরিবারগুলোর মধ্যে সুদৃঢ় বন্ধন, মা ও ছেলে-মেয়েদের মধ্যে সুখ এবং বন্দিদের জীবন সম্পর্কে নতুন করে ভাবাতে এ পদক্ষেপ নেওয়া হয়।
Discussion about this post