মোহাম্মদ ইরফানুল ইসলাম : দুবাইয়ে কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু এর স্মরণে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ মার্চ) দুবাই নাখিল ওসকার হোটেল সংলগ্ন রকি বিল্ডিং-এ মাহফিলের আয়োজন করে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৫৭ নং দুবাই শাখা।
মাহফিলে বক্তারা বলেন, নবীর যুগের ১৪৫০ বছর পর এসে প্রিয় রাসুলের প্রেমের রুশনিতে মহান মোর্শেদ হযরত গাউছুল আজম (রা.) জগতবাসীকে জাগালেন তাকওয়ার উপলব্ধিতে। কাগতিয়ার নিভৃত পল্লি থেকে যে তরিক্বতের সূচনা হয়েছিল তা আজ গাউছুল আজমের অশ্রুসিক্ত দোয়ার ফলশ্রুতিতে বিশ্বের প্রতিটি প্রান্তরে পৌঁছে গেছে। এ যেন বিন্দু থেকে সিন্ধু। তিল তিল শ্রম সাধনায় গড়ে তুলেছেন বিশ্বজোড়া তরিক্বতের অদ্বিতীয় পাঠশালা কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ।
মাহফিলে ইঞ্জিনিয়ার মুহাম্মদ জামশেদ এর সঞ্চালনায় ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুহাম্মদ মনির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা মুহাম্মদ মুজিবুল করিম, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব হারুন এম আজাদ, মুহাম্মদ আলম চৌধুরী প্রমূখ।
এসময় বিভিন্ন অঙ্গনের গন্যমান্য ব্যক্তি বর্গ, প্রবাসী বাংলাদেশি, স্থানীয় ও বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন।
মাহফিল শেষে দেশ,জাতি, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও উপস্থিত সকলের ইহকালীন কল্যাণ,পরকালীন মুক্তি এবং কাগতিয়ার গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
Discussion about this post