তিন দিনের সরকারি গুরুত্বপূর্ণ সফরে সংযুক্ত আরব আমিরাতে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ দুপুর ১২ টায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এর আমন্ত্রণে কনস্যুলেট ভবনে নির্মিত বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন.
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি মহোদয়, মান্যবর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মদ শাহেদুল ইসলাম, শ্রম কাউন্সিলর মিসেস ফাতেমা জাহান, প্রথম সচিব পাসপোর্ট ও ভিসা কাজী মোহাম্মদ ফয়সাল.
কনস্যুলেটের কার্যক্রম শেষে দুবাই আওয়ামী লীগের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠনের সভাপতি হাজী শফিকুল ইসলাম,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ সভাপতি আম্মানুর রহমান আম্মান.
সাক্ষাতকালে মধ্যপ্রাচ্যগামী বিমানের টিকেটের মূল্য বৃদ্ধি এবং ভিজিট ভিসায় দুবাইগামী যাত্রীদেরকে এয়ারপোর্টে হয়রানির বিষয়ে কথা বলেন দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম, বিষয়গুলো মাননীয় মন্ত্রী মহোদয় খুব গুরুত্ব সহকারে শ্রবণ করেন এবং আশ্বস্ত করেন এয়ারপোর্ট এর হয়রানি নিরসনে আন্তরিকভাবে কাজ করবেন.
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই’র সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, কমিউনিটি নেতা এস এম শফিকুল হক, কমিউনিটির নেতা জনাব নাসির উদ্দিন কাওসার সহ আরো অনেকে।
Discussion about this post