সেলিব্রেটিবিডি
সম্প্রতি পরিচালক অরিন্দম শীলের ‘ব্যোমকেশ গোত্র’-তে কাজ শেষ করেছেন মডেল টার্নড অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়।
মুসৌরীতে কাজের অভিজ্ঞতার কথা জানতে চাইলে বললেন, অনেক কিছু শিখেছেন পিরচালক অরিন্দম শীলের কাছে। তবে এখনই ‘ব্যোমকেশ গোত্র’ নিয়ে কিছু বলতে মানা আছে পরিচালকের। তবে তিনি জানান, ‘‘অরিন্দমদা নিজেই এত ভাল একজন অভিনেতা যে, সব কিছু অভিনয় করে দেখিয়েছেন। উনি যখন গল্প ন্যারেট করেন, তখন মনে হয় ও এত খুবই সোজা। শ্যুটিং করতে গিয়ে ভীষণ মজা করেছি, দারুন খাওয়াদাওয়া হয়েছে। ব্যোমকেশ আমার কেরিয়ারে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বুঝতে পারছি।’’
মডেলিং করার ফাঁকে ফাঁকে কলকাতায় অনেক সিরিয়াল করেছেন, হরনাথ চক্রবর্তীর পরিচালনায় একটি বেসরকারী চ্যানেলে টেলিফিল্ম করেছিলেন, তার নাম ‘স্বপ্নপূরণ’। এই ছবিতে তাঁর নায়ক ছিলেন টোটা রায়চৌধুরী।
এর পর কাজ নিয়ে পারি দেন মুম্বাই। সেখানে ‘চন্দ্রকান্তা’ ধারাবাহিকে চপলার চরিত্রে অভিনয় করে বেশ পরিচিতি লাভ করেন, পরে আবার কলকাতা ফেরেন অরিন্দম শীলের ডাকে। কলকাতা না মুম্বাই কোথায় কাজ করতে চান বিবৃতি? এই প্রশ্নে তিনি বলেন, ‘‘কাজ করতে চাই। ভাল কাজ। কলকাতা, মুম্বাই, ভোজপুরি যেখানেই হোক। আমি এখনই থামতে চাইনা, ভেসে বেরিয়ে কাজ করতে চাই।’’
সেলিব্রেটিবিডি/এনজেটি
Discussion about this post