সংযুক্ত আরব আমিরাতে দুবাই এক্সপো ২০২০-এ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্যাভিলিয়নে সেমিনারটি আয়োজন করা হয়।
অ্যাডিশনাল সেক্রেটারি খায়রুল আমিনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যনির্বাহী সদস্য মিস পারভিন আক্তার, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ, দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর মুহাম্মদ কামরুল হাসানসহ আরও অনেকে।
Discussion about this post