সম্প্রতি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাগেজ বেল্ট থেকে এক সৌদি প্রবাসীর টাকাসহ লাগেজ হারানোর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে।
যদিও রাকিব নামের ওই প্রবাসীর লাগেজ ও সাড়ে ৭ লাখ টাকা উদ্ধার করে তাকে ফিরিয়ে দিয়েছে বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
তবে বিমানবন্দরে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রবাসীদের জন্য কিছু পরামর্শ দেওয়া হয়েছে ‘ম্যাজিস্ট্রেটস অল এয়ারপোর্টস অব বাংলাদেশ’ নামে একটি ফেসবুক পেজে।
সেখানে বলা হয়েছে, ‘সম্মানিত বিদেশফেরত যাত্রীদের/প্রবাসী ভাই-বোনদের সচেতনতা বৃদ্ধির জন্য জানাতে চাই যে, সেই যাত্রীর লাগেজ পাওয়া গেছে এবং তা চুরি হয়নি।
বরং অন্য এক যাত্রী ভুল করে নিয়ে গিয়েছিলেন এবং পরে তা আবার কাস্টমস হল এলাকায় রেখে গিয়েছেন।’
Discussion about this post