চট্টগ্রাম-কুয়েত পথে যাত্রা শুরু করেছে কুয়েতের বিমান জাজিরা এয়ারওয়েজ। সোমবার সকাল সাড়ে আটটায় প্রথম ফ্লাইটটি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।
সপ্তাহে তিন দিন—সোম, বুধ ও শুক্রবার চট্টগ্রাম-কুয়েত পথে চলবে জাজিরা এয়ারওয়েজের বিমান।
সোমবার দুপুরে চট্টগ্রামের পাঁচ তারকা রেডিসন ব্লু হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
চট্টগ্রাম-কুয়েত পথে এয়ারবাস এ-৩২০নিওএস চলাচল করবে, যার ধারণক্ষমতা ১৫৫ জন।
এই পথে বর্তমানে অন্য কোনো বিমান সংস্থা বিমান পরিচালনা করে না।
সোম, বুধ ও শুক্রবার চট্টগ্রাম থেকে সকাল পৌনে ১০টায় বিমান ছেড়ে যাবে। কুয়েতে পৌঁছাবে বেলা ১টা ৩৫ মিনিটে।
তিন দিন কুয়েতের স্থানীয় সময় রাত ১২টা ৩৫ মিনিটে ছেড়ে এসে চট্টগ্রাম পৌঁছাবে পরদিন সকাল ৮টা ৪৫ মিনিটে।
সংবাদ সম্মেলনে জাজিরা এয়ারওয়েজের ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) এন্ড্রু ওয়ার্ড জানান, ১৭ বছর আগে প্রতিষ্ঠিত জাজিরা এয়ারওয়েজ।
২০২২ সালের মধ্যে ৫৬টি গন্তব্য তাঁরা ফ্লাইট পরিচালনা করতে চান বলে জানান।
Discussion about this post