অমর একুশে বইমেলা আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় তা হচ্ছে না। ১ ফেব্রুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য এই মেলা স্থগিত করেছে সরকার।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ফয়সল হাসান রোববার গণমাধ্যমকে বলেন, দুই সপ্তাহের জন্য বইমেলা স্থগিত করা হয়েছে। কবে থেকে এই মেলা শুরু করা হবে সেই তারিখ পরে নির্ধারণ করা হবে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, একুশে বইমেলা শুরুর বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়েছিল। সরকারপ্রধান তা অনুমোদন না দিয়ে দুই সপ্তাহের জন্য মেলা স্থগিতের নির্দেশনা দিয়েছেন। আমরা বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছি।
Discussion about this post