মুহাম্মাদ শোয়াইব : সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাক্তৌম প্রতিবন্ধীদের অধিকার সংক্রান্ত ২০২২ সালের ৩ নং আইন জারি করেন। একই সময়ে দুবাইয়ের ক্রাউন পৃন্স এবং এক্সিকিউটিভ কাউন্সিলের প্রধান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাক্তৌম ২০২২ সালের ১ নং রেজুলেশন জারি করেন।
উভয় আইন প্রতিবন্ধীদের অধিকার সংক্রান্ত। যাতে আন্তর্জাতিক কনভেনশন গুলোতে প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত অধিকার বাস্তবায়ন করা হবে এবং পাশাপাশি তাদের প্রতি সামাজিক বৈষম্য দূর করা হয়েছে।
এই আইনের অধীনে তাদের সম্মানজনক স্বাভাবিক জীবনযাপন ও তাদের শিক্ষা চাকরি ও সব স্থানে সমান ভাবে চলার অধিকার নিশ্চিত করা হয়েছে।
এই আইনের অধীনে প্রতিবন্ধীরাও সমানভাবে ব্যাঙ্কিং পরিষেবা খেলাধুলা ও বিনোদনের কার্যক্রমগুলোতে অংশগ্রহণের সুযোগ পাবে।
শেখ মনসুর বিন মুহাম্মাদ বিন রাশেদ এর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। যাদের কাজ হচ্ছে প্রতিবন্ধীদের জন্য জারিকৃত সমস্ত অধিকারগুলোকে বাস্তবায়ন করা।
আইনটিতে প্রতিবন্ধীদের সঙ্গে কঠোর অমানবিক ও নিষ্ঠুর আচরণের জন্য শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে।

























