চট্টগ্রামে ম্যারাথনে দৌড় শেষে গওহর জামিল টুকু (৪৬) নামে এক প্রতিযোগী মারা গেছেন। শুক্রবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। স্বাস্থ্য সচেতনতামূলক একটি প্রতিষ্ঠানের ম্যারাথনে অংশ নিতে বৃহস্পতিবার চট্টগ্রামে আসেন টুকু। শুক্রবার ভোর ৬টায় নগরের পতেঙ্গা সৈকত থেকে শুরু হওয়া ম্যারাথনে অংশ নেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে একটি স্বাস্থ্য সচেতনতামূলক সামাজিক সংগঠন পতেঙ্গায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। সমুদ্র সৈকত এলাকায় শুক্রবার দুই ক্যাটাগরির ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। সময় ছিল শুক্রবার ভোর ৪টা থেকে বেলা ১১টা। একটি ছিল ২১ দশমিক ১ কিলোমিটার এবং আরেকটি ১০ কিলোমিটার দৌড়ের ম্যারাথন।
৭০০ দৌড়বিদ দুই ক্যাটাগরির ম্যারাথনে অংশ নেন। ২১ দশমিক ১ কিলোমিটার দৌড়ে অংশ নেন টুকু। দৌড় শেষে অজ্ঞান হয়ে যান। তাকে দ্রুত বিমান বাহিনীর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
টুকু পটুয়াখালী সদরের ৭ নম্বর ওয়ার্ডের গোরস্থান রোড এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকার মিরপুর এলাকায় থাকতেন। সেখানে এসিআরএবি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (জিএম) পদে কর্মরত ছিলেন।
বাংলা ট্রিবিউন
Discussion about this post