শনিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) রাজিব।
এসআই রাজিব জানান, মেঘলা পরিবহনের একটি বাসের চাপায় দুজন পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ফ্লাইওভার থেকে নামার পরপরই বাসটি ‘ব্রেক ফেল করে’। এতে বাসেরও ১০-১২ জন যাত্রী আহত হন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য দুজনের লাশ হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটি জব্দ করা হয়েছে।
Discussion about this post