সংযুক্ত আরব আমিরাতে বছরের প্রথম পবিত্র জুমার দিন আজ। নতুন বছরের শুরু থেকে সরকারি ছুটি পরিবর্তন হয়ে শনি ও রোববার হয়েছে। পরিবর্তন হয়েছে জুমার নামাজের সময়সূচিও। আমিরাতে প্রথম জুমার নামাজ শুরু হবে ১টা ১৫ মিনিটে। তবে শারজায় পূর্বের ন্যায় ১২টা ১০ মিনিটেই জুমার নামাজ শুরু হবে।
শারজাহ ব্যতীত আমিরাতজুড়ে আজ শুক্রবার সকাল ৭টা ৩০মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মদিবস চলবে।
আমিরাত সরকার গত মাসে নতুন আড়াই দিনের সাপ্তাহিক ছুটি ঘোষণা করে। নতুন বছর থেকে জুমার নামাজের সময় ১টা ১৫ মিনিটে নির্ধারণ করা হয়। সরকারি বিভাগ এবং স্কুলগুলোর জন্য, শনি ও রোববার পূর্ণ দিবস এবং শুক্রবার অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়।
এদিকে শারজায় শুক্রবার, শনি ও রবিবার মোট তিন দিনের সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হয়। তাই শুক্রবারের নামাজের সময় দুপুর ১২টা ১০মিনিট থেকে ১২টা ২০মিনিটের মধ্যে অপরিবর্তিত থাকবে।
বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত কাজের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৭টা ৩০মিনিট থেকে বিকেল ৩টা ৩০মিনিট পর্যন্ত। শুক্রবার পূর্বে ছুটি থাকলেও নতুন ঘোষণা অনুযায়ী শুক্রবার অর্ধেক কর্মদিবস।
Discussion about this post