মুহাম্মাদ শোয়াইব,
আবুধাবির ক্রাউন প্রিন্স এবং সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, ক্যান্সারে আক্রান্ত 3 বছর বয়সী আফগান শিশু মুহাম্মদ আমির দাউদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন। শিশুর পরিবার বর্তমানে এমিরেটস হিউম্যানিটারিয়ান সিটিতে বসবাস করছেন।
মানব ভ্রাতৃত্বের বন্ধন এবং সংযুক্ত আরব আমিরাতের মানবতার মূর্ত প্রতীকের উপর ভিত্তি করে শিশু মোহাম্মদকে চিকিৎসা, সমস্ত সুযোগ-সুবিধা প্রদান এবং পুনরুদ্ধার ও স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্য যা প্রয়োজন তা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। এর জন্য শিশুটিকে মার্কিন যুক্তরাষ্ট্রে নেয়ার কার্যক্রম চলছে।
আফগান শিশুকে সর্বোচ্চ সুস্থ করে তোলার জন্য মোহাম্মদ বিন জায়েদ এর চিকিৎসার নির্দেশ দেওয়ার মধ্য দিয়ে আরব আমিরাতের মানবিকতার সর্বোচ্চ মূল্যবোধ ফুটে ওঠে। ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সকল মানুষের জন্য মানবিক মর্যাদা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে আসছে আরব আমিরাত।
মোহাম্মদ বিন জায়েদ এর নির্দেশের অংশ হিসেবে ইতোমধ্যে আবুধাবি ক্রাউন পৃন্স কোর্টের প্রধান শেখ জায়েদ আফগান শিশুটির সাথে হিউম্যানিটেরিয়ান সিটিতে তার বাসভবনে দেখা করেন। এমিরেটস হিউম্যানিটারিয়ান সিটির পরিচালক মোহাম্মদ মাতার আল মারার এবং শহরের বেশ কয়েকজন কর্মকর্তা তাকে স্বাগত জানান।
শেখ মোহাম্মদ বিন জায়েদ শিশুটির বাবা মাকে এ বিষয়ে আশ্বস্ত করেন যে তারা শিশুটিকে যুক্তরাষ্ট্রে নিয়ে উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন এবং তার পরবর্তী জীবনে তাকে সহযোগিতা করা হবে।
এছাড়া শেখ মোহাম্মদ বিন জায়েদ আরব আমিরাতের অবস্থানরত আফগান পরিবারগুলোর সাথে সাক্ষাত করে তাদেরও খোঁজ খবর নেন।
সূত্র: আল বায়ান
Discussion about this post