শারজাহর অধিকাংশ এলাকায় নববর্ষের ছুটি উপলক্ষে আজ (৩১ ডিসেম্বর) এবং আগামীকাল পেড পার্কিং বিনামূল্যে ব্যবহার করা যাবে।
৩১ ডিসেম্বর শুক্রবার আমিরাতে বিনামূল্যে পার্কিং দিবস। যেহেতু নববর্ষের দিন (১ জানুয়ারী) দেশে একটি সরকারী ছুটির দিন, সেই দিনটিতেও বিনামূল্যে পার্কিং ব্যবহার করা যাবে।
নীল চিহ্নগুলি ছাড়া সমস্ত জোনে পার্কিং বিনামূল্যে থাকবে৷
দুবাইয়ের বাসিন্দারাও দুই দিনের ফ্রি পার্কিং উপভোগ পারবেন। এবং আবুধাবিতে ছুটির সময় কোন টোল চার্জ বা পেইড পার্কিং হবে না।

























