সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের জন্য অতিরিক্ত বিমান ভাড়ায় নাভিশ্বাস উঠেছে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে।
এয়ারলাইনসগুলোর এই স্বেচ্ছাচার থেকে বাঁচার জন্য প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসীরা।
বেশ কিছুদিন ধরেই সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশগামী যাত্রীদের অসহনীয় বিমান ভাড়া গুণতে হচ্ছে।
চার গুণের বেশি বিমান ভাড়া দিয়ে এই রুটে আসা যাওয়া এখন খুবই অসহনীয় হয়ে উঠেছে।
 বাংলাদেশি ভাড়ার টাকা যোগাড় করতে না পেরে চাকরি হারানোসহ নানা শঙ্কায় পড়েছেন হাজার হাজার প্রবাসী।
একের পর এক হয়রানির কারণে তারা প্রধানমন্ত্রীর জরুরি হস্থক্ষেপ কামনা করেছেন।
বাংলাদেশ বিজনেস ফোরামের সহ-সভাপতি নজরুল ইসলাম বলেন, বিমানের ভাড়া এতই বেড়ে গেছে যে দুবাই থেকে প্রবাসীরা দেশে ফিরে আসতে পারছেন না।
 অনেকে আবার দেশে এসে বিপাকে পড়েছেন। তারা তাদের কর্মস্থলে ফিরে যেতে পারছেন না।
প্রবাসী ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, ‘আমরা চাই প্রধানমন্ত্রী আমাদের দিকে একটু নজর দিক।
 আমরা সবদিক থেকে নির্যাতিত অবস্থায় দিন কাটাচ্ছি।’
 
 
 























