সংযুক্ত আরব আমিরাতে করোনা সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৮০৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ সময় সুস্থ হয়েছেন ৬১৮ জন এবং মারা গেছেন ২ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ লাখ ৫১ হাজার ৩৩৩ জনে।
আজ রোববার (২৬ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আমিরাতে করোনায় সর্বমোট মৃত্যু হয়েছে ২ হাজার ১৫৮ জনের, সুস্থ হয়েছেন ৭ লাখ ৪১ হাজার ৩২৫ জন। এ পর্যন্ত ৩ লাখ ৩৪ হাজার ২১১ জনের করোনা টেস্ট করা হয়েছে।
করোনা সুরক্ষায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে আমিরাত স্বাস্থ্য বিভাগ।
Discussion about this post