আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের প্রতীক্ষার পালা শেষ হচ্ছে। রেমিট্যান্সযোদ্ধাদের জন্য বর্তমান বিশ্বের সর্বাধুনিক ই-পাসপোর্ট পাওয়ার পথ খুলছে। গতকাল বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) আমিরাতের রাজধানী আবুধাবিতে ই-পাসপোর্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ) সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।
মান্যবর রাষ্ট্রদূত বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১১ সালে দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেলের দায়িত্ব কালীন সময়ে মেশিন রিডেবল পাসপোর্টের দায়িত্ব দিয়েছিলেন আবার ২০২১ সালে এসে আবুধাবিতে রাষ্ট্রদূত দায়িত্ব পালনকালে মধ্যপ্রাচ্যের প্রথম আমিরাতে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করতে পেরে আমি আনন্দিত। যাদের পাসপোর্ট এর মেয়াদ দুই মাসের সময় কম আছে আপনারা এসে দূতাবাসে ই-পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মান্যবর রাষ্ট্রদূত জনাব আবু জাফর সাহেব।
এ সময় আরো উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন, লেফটেন্যান্ট কর্নেল নাজমুন, এ কে এম মাজহারুল ইসলাম, আনিসুর রহমান, রাবিয়া সহ আমিরাতে অবস্থানরত বিভিন্ন কমিনিউটির নেতৃবৃন্দ ও বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক।
Discussion about this post