ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর ৫৭টি সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক থেকে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের জনগণকে মানবিক সহায়তা প্রদানে ভূমিকা পালনের অঙ্গীকার করা হয়েছে।
সম্মেলন থেকে আফগানিস্তানের জন্য মানবিক তহবিল ট্রাস্ট গঠন ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি চালু করার সিদ্ধান্ত হয়েছে।
ওআইসি-এর বর্তমান প্রধান সৌদি আরবের আমন্ত্রণে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীদের ১৭তম সম্মেলনে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্মেলনে মুসলিম দেশসমূহের নেতৃবৃন্দসহ আন্তর্জাতিক সাহায্য সংস্থা এবং বিশেষভাবে আমন্ত্রিত দেশগুলির প্রায় ৭০ জন প্রতিনিধি অংশ নেন।
বৈঠক থেকে আফগান জনগণের সাথে একাত্মতা প্রকাশ করে এবং দেশটিতে শান্তি প্রতিষ্ঠার জন্য ওআইসি সদস্য দেশগুলো প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
ওআইসি সদস্যভুক্ত দেশ সমূহের পররাষ্ট্রমন্ত্রীরা আফগানিস্তানের স্বাস্থ্য ব্যবস্থার ভাঙ্গন, মহামারী এবং গুরুতর অপুষ্টি, বিশেষ করে কোভিড-১৯ মহামারীর প্রেক্ষাপটে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের পৃষ্ঠপোষকতায় একটি মানবিক তহবিল ট্রাস্ট গঠনের আহ্বান জানান।
বৈঠকে আফগানিস্তানে দারিদ্র মোকাবেলায় কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিকদের প্রয়োজনীয় সেবা, বিশেষ করে খাদ্য, বিশুদ্ধ পানি, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা প্রদানে সহায়তা করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
ওআইসি আফগানিস্তানের জন্য একটি খাদ্য নিরাপত্তা কর্মসূচি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ইসলামিক অর্গানাইজেশন ফর ফুড সিকিউরিটি (আইওএফএস)-কে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
সম্মেলন থেকে ওআইসি সদস্যভুক্ত দেশ, আন্তর্জাতিক দাতা সংস্থা, জাতিসংঘের তহবিল এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে আফগানিস্তানের খাদ্য নিরাপত্তা কর্মসূচিতে আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সূত্র : আল আরাবিয়া
Discussion about this post