সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান ও মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন খারিজ করে দেয়া হয়েছে।
খুলনা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মওলা গত রোববার মামলার জন্য খুলনা সাইবার ট্রাইবুনালে আবেদনটি করেছিলেন।
মঙ্গলবার আবেদনের ওপর শুনানীর দিন ধার্য ছিল। সে অনুযায়ী বেলা ১১টায় বিচারক বাদি পক্ষের আবেদন শোনেন। পরে আবেদনটি খারিজ করে দেয়া হয়।
অ্যাডভোকেট গোলাম মওলা জানান, নিম্ন আদালত মামলা খারিজ করে দিয়েছে। তবে আমরা উচ্চ আদালতে যাবো।
Discussion about this post