দীর্ঘ ৪ বছর ৬ মাস অপেক্ষার পর কাতারে অবস্থিত প্রবাসীরা বাসে করে সৌদি আরবে ওমরাহ করার সুযোগ পাচ্ছেন।
আগামী ১৭ ডিসেম্বর কাতার থেকে দীর্ঘ বিরতির পর প্রথম বাসে ওমরাহ যাত্রী পরিবহন করবে হাম্মাদি ট্রাভেল এজেন্সি।
ধীরে ধীরে বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সিও ডিসেম্বর মাসের বিভিন্ন তারিখে ওমরাহ বাস সেবা শুরু করবে বলে জানা গেছে।
এক ট্রাভেল কর্মকর্তা জানান, প্রতি বুধবার কাতার থেকে ওমরাহ আদায়ের জন্য বাস ছাড়বে এবং মোট ১০ দিনের প্যাকেজে খরচ হবে এক হাজার ৮০০ কাতার রিয়াল,
এই খরচের মধ্যে খাওয়া-দাওয়া অন্তর্ভুক্ত নয় বলে জানিয়েছেন হাম্মাদি ট্রাভেল এজেন্সির কর্মকর্তা।
ওমরাহ করার সফর মোট ১০ দিনের মধ্যে ৬ দিন মক্কায় এবং ২ দিন মদিনায় অবস্থান করবেন ওমরাহ আদায়কারীরা। বাকি দুদিন যাওয়া-আসায় পার হয়ে যাবে। আর ওমরাহ আদায় করার জন্য নির্ধারিত দিনের কমপক্ষে ১০ দিন আগে পাসপোর্ট জমা দিতে হবে ভিসা প্রক্রিয়া শেষ করার জন্য।
দীর্ঘ ৪ বছর পর বাসে ওমরাহ চালু হওয়ায় প্রবাসী শ্রমজীবি মানুষের মনে শান্তি আসে, বাসের মাধ্যমে স্বল্প টাকায় ওমরাহ আদায়করা সম্ভব।
Discussion about this post