মুহাম্মাদ শোয়াইব: বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের গবেষণাপ্রতিষ্ঠান ইসিএসএসআর এর মহাব্যবস্থাপক ডক্টর সুলতান মোহাম্মদ নোয়াইমী সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরকে স্বাগত জানান। এসময় তিনি বলেন, বাংলাদেশ এবং আরব আমিরাতের সম্পর্ক ঐতিহাসিক এবং অনেক প্রাচীন এবং এই সম্পর্কের সূচনা করেছিলেন শেখ জায়েদ বিন সুলতান আলে নাহিয়ান। পরবর্তীতে আমাদের বিজ্ঞ নেতৃবৃন্দ এ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যায়। এ সময় ডক্টর সুলতান মোহাম্মদ নোয়াইমী বলেন, বাংলাদেশ এবং আরব আমিরাত তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে এমন একটি স্তরে নিয়ে নিয়ে গিয়েছে, যেটি দুই দেশের সম্পর্কের প্রচেষ্টা ও উভয় দেশের জনগণের যৌথ স্বার্থ রক্ষার ক্ষেত্রে একটি অনুসরনীয় আদর্শ হিসেবে বিদ্যমান থাকবে।
তিনি আরও বলেন উভয় দেশেই তাদের পরিপূর্ণ প্রচেষ্টা ব্যয় করেছে পারস্পরিক ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে শক্তি বর্ধনের জন্য। যা উভয় দেশের জনগণের জন্য শান্তি বয়ে নিয়ে আসবে।
ডক্টর নোয়াইমী আরো বলেন আইসিএসএসআর সারা পৃথিবীর গবেষণা কেন্দ্রগুলোর সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী। উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের জন্য এটি জরুরিও বটে। আর বিশেষ করে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আইসিএসএসআর সম্পর্ক সৃষ্টি করতে আগ্রহী।
Discussion about this post