কাতারের দোহায় যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংগঠন দি ওয়ার্ল্ড কনফেডারেশন অব বিজনেসের বিজ অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের তিন প্রতিষ্ঠান।
পুরস্কার পাওয়া প্রতিষ্ঠান গুলো হলো- চট্টগ্রামের এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড, ঢাকার কে এফ এল গ্রুপ।
বুধবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় রাতে কাতারায় দি স্টাটু রেজিস দোহা হোটেলের বল রুমে প্রতিষ্ঠানের পক্ষে ট্রফি গ্রহণ করেন চট্টগ্রামের এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ফাউন্ডার অ্যান্ড সিইও লায়ন সালাউদ্দিন আলী, দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আবু জাফর চৌধুরী ও পরিচালক মেজর (অব.) এটিএম হামিদুল হোসেন তারেক, ঢাকার কে এফ এল গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর হুমায়ুন কবির সেলিম।
দি ওয়ার্ল্ড কনফেডারেশন অব বিজনেস সিইও জেসুস মোরান বলেন, বিজ অ্যাওয়ার্ড এমন একটি স্বীকৃতি যা বিশ্বজুড়ে কোম্পানিগুলোর ব্যবসায়িক শ্রেষ্ঠত্বকে আলাদা করে।
চট্টগ্রামের এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ফাউন্ডার এন্ড সিইও লায়ন সালাউদ্দিন আলী বলেন, জনবসতিপূর্ণ হওয়ার চট্টগ্রামে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলো সেবা দিয়ে যাচ্ছে। এরপরও চাহিদাপূরণ সম্ভব হচ্ছে না। এ ঘাটতির মধ্যে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অনন্য ভূমিকা রেখে চলেছে। বিজ অ্যাওয়ার্ড আমাদের প্রতিষ্ঠানকে সম্মানিত করেছে। সামনে এশিয়ান স্পেশালাইজড হাসপিটাল এ অঞ্চলের মানুষের জন্য আরও ভালো কিছু করার চেষ্টা করবে।
কাতারের চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, বাংলাদেশের তিন প্রতিষ্ঠানের এমন অর্জনে আমরা কাতার বাংলাদেশ কমিউনিটি অত্যন্ত আনন্দিত বিশেষ করে চট্টগ্রামের এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিজ অ্যাওয়ার্ড পাওয়ায় কাতারে বসবাসরত চট্টগ্রামবাসী বেশি আনন্দিত।
এছাড়া বিজ অ্যাওয়ার্ড পাওয়ায় বাংলাদেশের তিন প্রতিষ্ঠানকে কাতারের চট্টগ্রামবাসী ও বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে অভিনন্দন জানান কাতারের চট্টগ্রাম সমিতির সাংগঠনিক সম্পাদক আতিকুল মাওলা মিঠু।
Discussion about this post