চট্টগ্রামের ফটিকছড়িতে রাস্তার পাশেই থাকা বৈদ্যুতিক খুটির সাথে মোটরসাইকেলের ধাক্কায় এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের বারৈয়ারহাট আনন্দ ক্লাবের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত যুবক আব্দুর রহিম (৪০) উপজেলার নাজিরহাট পৌরসভার ছরগো পাড়ার মোহাম্মদ নুরু আলম এর সন্তান। সে পেশায় একজন প্রবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশের বৈদ্যুতিক খুটির সাথে মোটরসাইকেল এর দ্রুতগতিতে ধাক্কা লাগে। এসময় আহত অবস্থায় মোটরসাইকেল চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত যুবকের বড় ভাই জানান, নিহত রফিক গত বৃহস্পতিবার বিদেশ থেকে দেশে গিয়েছে।
Discussion about this post