বেগম খালেদা জিয়াকে মুক্ত করার ক্ষমতা বিএনপির রয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, খালেদা জিয়ার জন্য যেকোনো দায়িত্ব নিতে আমরা রাজি আছি। আমাদের সেই ক্ষমতা আছে। আমরা এর আগে স্বৈরাচারের পতন ঘটিয়েছি। আমরাই পারবো খালেদা জিয়াকে মুক্ত করতে।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, আগামী দিনের যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে আমরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবো। আমরা এই আওয়ামী সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রীকে মুক্ত করবো। তিনি মুক্তি পেলেই দেশের গণতন্ত্র মুক্তি পাবে। মানুষ তার ভোট দিতে পারবে।
Discussion about this post