সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছেন বাংলাদেশি মুখতার আলিম বিন মুস্তাফিজুর রহমান। তিনি পবিত্র কাবা শরীফের গিলাফের প্রধান ক্যলিগ্রাফার।
সম্প্রতি সৌদি বাদশা কিং সালমান বিন আবদুল আযীয দেশটিতে অবস্থানরত স্ব স্ব কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখা কয়েকজন প্রবাসীকে নাগরিকত্ব দিয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভুদ মুখতার আলমের নাম তাদের শীর্ষে রয়েছে। তিনি বর্তমানে কা’বা শরীফের গিলাফ তৈরির কারখানার চীফ ক্যালিওগ্রাফার হিসেবে কর্মরত আছেন। সৌদি আরবের অতি উঁচু মাপের একজন সম্মানিত ব্যক্তি হিসেবে সৌদি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি।
শায়খ মুখতার আলম শিকদার ১৯৬২ সালে মক্কা মুকাররমায় জন্মগ্রহণ করেন। এরপর মক্কাতেই হিফয ও প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। অ্যারাবিক ক্যালিওগ্রাফির উপর তিনি বিভিন্ন উচ্চতর ডিগ্রি নেন। মাসজিদুল হারামে অবস্থিত ‘দারুল আরকাম ইনিস্টিটিউট’ এর সম্মানিত শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন হস্তলিপি ও ক্যালিওগ্রাফি প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। সৌদিতে হস্তলিপি শেখার জন্য সবচেয়ে প্রসিদ্ধ সব পুস্তিকাও তাঁর রচিত।
এদিকে গত সাপ্তাহে দক্ষ কর্মচারীদের সৌদি আরবের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দেয়।























