সম্প্রতি নোয়াখালীতে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা মো. বাহারুল আলম সুমনকে। পরে কারাগার থেকেই নির্বাচনে অংশ নেন তিনি। বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি ৩ হাজার ১০৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা পেয়েছেন ২ হাজার ৮৯১ ভোট।
অপরদিকে নৌকার প্রার্থী আরিফুর রহমান মাহমুদ ১ হাজার ৭০৫ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন। বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাহাত তানভীর চৌধুরী বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
জানা যায়, চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার মামলায় গত ১৫ দিন আগে আমানউল্যাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. বাহারুল আলম সুমনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সুমন গ্রেপ্তারের পর তার অনুসারীরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যান।।
Discussion about this post