মুহাম্মাদ শোয়াইব : সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি সিয়েরা লিওন এর রাজধানী ফ্রিটাউনে ১৬ টনের জরুরী চিকিৎসা সামগ্রীসহ একটি সাহায্য বিমান পাঠিয়েছে। সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে সম্প্রতি একটি পেট্রোল স্টেশনে বিস্ফোরণের কারণে যে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে সেই মানবিক বিপর্যয়ের পরিণতির তীব্রতা কমানোর জন্য আরব আমিরাত এই মানবিক সহযোগিতা পাঠিয়েছে। জানা যায় ওই বিস্ফোরণের ঘটনায় কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে এবং গুরুতর অগ্নিদগ্ধ ও আহত হয়েছে অনেকেই। যাদের মধ্যে রয়েছে নারী ও শিশু।
বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র সিয়েরা লিওনের এই বিপর্যয় পূর্ণ সময়ে সে দেশের সরকার ও জনগণের সাথে সংহতি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। পাশাপাশি আরব আমিরাত ফ্রিটাউন এর হাসপাতালগুলোর সক্ষমতা জোরদার করার জন্য অবদান রাখার প্রতিও আগ্রহ প্রকাশ করেছে। যাতে রাজধানীর হসপিটালগুলো আহতদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করতে পারে এবং পাশাপাশি এই ব্যতিক্রমধর্মী পরিস্থিতিতে মেডিকেল কর্মীরা সহযোগিতা পেতে পারে।
সংযুক্ত আরব আমিরাত সবসময় এমন পরিস্থিতিতে ভ্রাতৃপ্রতিম এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর প্রতি সাহায্যের হাত সম্প্রসারিত করে থাকে।
উল্লেখ্য সিয়েরা লিওনে ৯ টি মৌলিক সেক্টরে আরব আমিরাত ১৪৩ মিলিয়ন দেরহাম দান করেছে। যাতে তারা মানবিক ও বিভিন্ন প্রকল্প উন্নয়ন করতে পারে। এর মধ্যে রয়েছে ১০০ শয্যা বিশিষ্ট শেখ মুহাম্মদ বিন জায়েদ হসপিটাল নির্মাণ। করোনাকালীন সে হাসপাতালে চিকিৎসার জন্য আরব আমিরাত ৭ টন জরুরী চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। যেমনিভাবে রাজধানী ফ্রিটাউনে সৌর বিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎ নেটওয়ার্ক তৈরি করার ক্ষেত্রে আরব আমিরাত ব্যাপক ভূমিকা রেখেছে। এছাড়াও দেশটিতে অনেক বড় বড় কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করেছে।

























