সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী নারীদের সংগঠন ‘মম অ্যান্ড কিডস’র অভিষেক সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে এই অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
আমিরাতের আজমানের একটি হোটেলে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
প্রায় হাজার খানেক প্রবাসী পরিবার সহ অভিষেকে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আলোচনা ছাড়াও ছিল শিশু-কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রবাসী গৃহিণীদের তৈরি হস্তশিল্পের মেলা উপস্থিত সকলের নজর কাড়ে।

সংগঠনের উদ্যোক্তারা জানান, প্রবাসে তারা আর আবদ্ধ ঘরে বন্দি থাকতে চান না। ধীরে ধীরে অদম্য সাহসিকতায় এগিয়ে যেতে চান। নিজের পায়ে দাঁড়াতে চান। সেই লক্ষ্যেই মূলত গড়ে তোলা হয়েছে ‘মম অ্যান্ড কিডস’ নামের এই সংগঠন।
আয়োজকরা জানান, আরব আমিরাতের দুবাই, শারজাহ, আজমান, উম্ম আল কোয়াইন, রাস আল খাইমাহ, ফুজাইরায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নারীরা সফল উদ্যোক্তা হয়ে ওঠার স্বপ্ন দেখছেন। পরিবারের পুরুষের পাশাাপশি নারীরাও যেন প্রবাসের মাটিতে স্বনির্ভর হতে পারেন সেই চেষ্টা করছেন তারা। সম্মিলিতভাবে এগিয়ে যেতে এই সংগঠন তৈরি করেছেন।

























