হতাশার বিশ্বকাপ মিশন শেষে দুই ভাগে শুক্রবার দেশে ফিরবে বাংলাদেশ দল। তবে এদিন দলের সঙ্গে ফিরছেন না অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস ও তাসকিন আহমেদ।
বাংলাদেশ ক্রিকেট দলের সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, শুক্রবার ফিরবেন না কোচিং স্টাফের সদস্যরাও। তাদের এক সপ্তাহের ছুটি দেওয়া হয়েছে। শুক্রবার দুবাই সময় সাড়ে দশটা ও বিকেল সাড়ে চারটার আলাদা দুই ফ্লাইটে বাকি ক্রিকেটাররা দেশে ফিরবেন। এই দুই ভাগে না আসা মুশফিক, মাহমুদউল্লাহ, লিটন ও তাসকিন ফিরবেন ১১ নভেম্বর।১১ নভেম্বর পর্যন্ত ছুটি আছে কোচদেরও। পাকিস্তান সিরিজ সামনে রেখে সেদিন ফিরবেন তারাও।
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডে ওমান ও পাপুয়া নিউগিনির সঙ্গে পাওয়া দুই জয় বাংলাদেশের অর্জন। প্রথম রাউন্ডে স্কটল্যান্ড ও সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের সবগুলোই হারে মাহমুদউল্লাহর দল। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই ম্যাচে ৮৪ ও ৭৩ রানে গুটিয়ে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়ে বাংলাদেশ দল।
ঘরের মাঠে বাংলাদেশ চলতি মাসেই খেলবে পাকিস্তানের বিপক্ষে। ১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। ২০ তারিখ দ্বিতীয় ও ২২ তারিখ শেষ ম্যাচ। এরপর দুই দল খেলবে দুই টেস্টের সিরিজ।
Discussion about this post