ফাহাদ লোকমান:
> ৮ ঘন্টা আগে এয়ারপোর্টে আসতে হবে।
> ১ দিন আগে করা করোনা টেষ্টের রির্পোটটা “হেলথ স্কিৃনিং ডেক্স” থেকে এটেস্ট করে করোনার সার্টিফিকেট সঙ্গে রাখবেন।
> প্রবাসী কল্যাণ ডেক্স ফরম সংগ্রহ করে পূরন করবেন, যা কাউন্টারে পাওয়া যাবে।
> প্রবাসী কল্যাণ ডেক্সে পাসপোর্টে UAE Residence ভিসা দেখিয়ে স্টাম্প করে নিবেন। এক অংশ আপনাকে দেয়া হবে। (VISIT VISA, FAMILY VISA, STUDENT VISA এদের ১,৬০০ টাকা পে করতে হবে। UAE RESIDENCE VISA দারীদের রেপিড করোনা টেস্ট ফ্রি।
> প্রবাসী কল্যাণ ডেক্সের দেয়া ফরমটি নিয়ে ফ্লাইটের ৬ ঘন্টা আগে এয়ারপোর্টের শেষের দিকে (ছবিতে দেয়া জায়গায়) গিয়ে লাইনে অপেক্ষা করবেন। কাউন্টারে আপনার ফরম নিয়ে করোনার সেম্পল দিতে যেতে বলবে।
> ভ্যাকসিন ICA তে রেজিস্টার করে নিবেন। নিজে না পারলে বাংলাদেশ বিমানের লাউন্জের নিচে ফটোকপির দোকান রয়েছে তাদের দিয়ে করিয়ে নিবেন ৫০০ টাকা নিবে।
> এখানে করোনার নমুনা দিয়ে, নিজ নিজ এয়ারলাইন্সের চেক ইন কাউন্টার থেকে বোর্ডিং পাস নিয়ে নিবেন।
> ফ্লাইটের ২ ঘন্টা আগে আপনার রেজিস্টার্ড মোবাইলে রেপিড করোনা টেস্টের রিপোর্ট আসবে। Spice Restaurant এর পাশে রিপোর্টের পেপার আপনার নাম ডেকে ডেকে দেয়া হবে।
> ইমিগ্রেশনে গিয়ে, ইমিগ্রেশন অফিসার যা যা চায় সেসব পেপার দিয়ে ইমিগ্রেশন সম্পন্ন করবেন। আর কোন কাজ নেই শুধু বিমানে উঠার পালা।
Discussion about this post