সম্প্রতি দেশে ঘটে যাওয়া হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন, পূজা মন্ডপ ও প্রতিমা ভাঙচুর এবং লুটপাটের প্রতিবাদে মঙ্গলবার (১৯ অক্টোবর) মানববন্ধন ও দুবাই কনস্যুলেটে স্মারক লিপি প্রদান করেছেন প্রবাসী সনাতনী ঐক্য পরিষদ।
মানবন্ধনে সনাতনী নেতারা দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের উপর চলমান নির্যাতন বন্ধ,তাদের পরিবারের নিরাপত্তা, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয় রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানান। তারা বলেন, অসাম্প্রদায়িক সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন, প্রতিমা ও পূজামণ্ডপে ধ্বংসাত্মক হামলা অপ্রত্যাশিত ও দুঃখজনক।
এছাড়া চলমান সহিংসতায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ সহিংসতায় আহত ও নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দির পুনঃনির্মাণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
স্মারক লিপি প্রদান ও মানববন্ধনে উপস্থিত ছিলেন অজিত কুমার রায়, প্রকৌশলী উত্তম হালদার, বলদেব নিতাই চন্দ্র দাস, সাংবাদিক সঞ্জীত কুমার শীল, সুজন চক্রবর্তী, সুনীল কুমার শীল, সুজন দত্ত, সঞ্জিত দেবনাথ, সুজন শর্মা, পঙ্কজ ঘোষ, মিহির শর্মা, শিবুলু দাস , অলক কর্মকার কাজল দেবনাথ সহ অনেকে।
Discussion about this post