মুহাম্মাদ শোয়াইব: দুবাইয়ের ডেপুটি রুলার, ডেপুটি প্রাইম মিনিস্টার ও অর্থমন্ত্রী মোহাম্মদ বিন মাকতুম এক্সপো ২০২০ এ ভারত পাকিস্তান ও সিঙ্গাপুরের প্যাভিলিয়ন ঘুরে দেখেন। এ সময় তিনি বলেন, এক্সপো ২০২০ দুবাইয়ের এক বিশাল বৈচিত্রের অধ্যায়। এর মাধ্যমে প্রতিটি অংশগ্রহণকারী দেশ আপন আপন উদ্ভাবন উপস্থাপন করতে পারে। এটি বিশ্বের অর্থনৈতিক কার্যকলাপ এবং অর্জনের গতিকে ত্বরান্বিত করবে।
এক্সপো ২০২০ দুবাই এর সদর দপ্তর পরিদর্শনকালে ভারত পাকিস্তান ও সিঙ্গাপুরের প্যাভিলিয়ন পরিদর্শন করে দেখেন মাকতুম বিন মোহাম্মদ।
ভারতীয় প্যাভিলিয়নে দেশটির প্রধান পাঁচটি অক্ষর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। অক্ষরগুলো হচ্ছে প্রতিভা বাণিজ্য ঐতিহ্য পর্যটন ও প্রযুক্তি।
ভারতীয় প্যাভিলিয়নের চারতলা ভবনে আরো দেখানো হচ্ছে দেশটির শিক্ষা-সংস্কৃতি শিল্প, সৃজনশীলতা ও দুর্দান্ত গতিতে এগিয়ে যাওয়ার দৃশ্য।
মাকতুম বিন মোহাম্মদ একই সঙ্গে বন্ধুত্বপূর্ণ ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের প্যাভিলিয়ন পরিদর্শন করেন। এ সময় সেখানে দেশটির প্রাকৃতিক পরিবেশের বিশাল বৈচিত্র এবং দেশটির সর্বোচ্চ পর্বত শৃঙ্গসহ আরো নানা দৃশ্য দেখানো হয়।
এছাড়াও তিনি সিংগাপুরের প্যাভিলিয়ন পরিদর্শন করেন। এবং সেই দেশটির নানান বিষয় সম্পর্কে তিনি অবহিত হন।
Discussion about this post