রাসূল (সা:) এর আদর্শ বাস্তবায়ন হলে দুনিয়ায় শান্তি ফিরে আসবে, রাসূল(সা:) এর আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে আল্লাহর রহমত প্রাপ্ত ওলিরা, বায়তুশ শরফ আঞ্জুমানে নওজোয়ান সংযুক্ত আরব আমিরাত শাখা কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ও বায়তুশ শরফের প্রাণপুরুষ মরহুম হযরত মাওলানা মীর মুহাম্মদ আখতার শাহ (রাহ:) আঞ্জুমানে নওজোয়ান বাংলাদেশের প্রতিষ্ঠাতা হাদীয়ে জামান মরহুম হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার শাহ হুজুর কেবলা (রাহ:), বাহরুল উলুম মরহুম হযরত মাওলানা কুতুব উদ্দিন শাহ (রাহ:) , মরহুম মাওলানা নুরুল ইসলাম নাদিম শাহ (রাহ:) এর স্মরনে ইছালে সওয়াব উপলক্ষে আয়োজিত মাহফিলে একথা বলেন আঞ্জুমানে নওজোয়ান সংযুক্ত আরব আমিরাত শাখা সভাপতি মাওলানা আবু ছালেহ।
জুমাবার (৮ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজায় স্থানীয় রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এ মাহফিল. সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বকর এর যৌথ সঞ্চালনায় নির্বাহী সদস্য মুহাম্মদ শাহ জাহানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিল শুরু হয়. নাতে রাসুল (সা:) পেশ করেন মুহাম্মাদ ওসমান ।
স্বাগত বক্তব্য রাখেন আঞ্জুমানে নওজোয়ান সংযুক্ত আরব আমিরাত শাখার সহ-সভাপতি মোহাম্মদ শাহিন তালুকদার.
সংগঠনের প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা আকবর হোসেন বলেন রাসূল (সা:) পথ অনুসরণ করেই দুনিয়াতেই আল্লাহর করুণা প্রাপ্ত হওয়া যায়, যার প্রমাণ বায়তুশ শরফ দরবার. বায়তুশ শরফ বাংলাদেশ সহ সারাবিশ্বে ইসলামের প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে.
সভাপতির বক্তব্যে মাওলানা আবু সালে আরো বলেন আরব আমিরাত আমাদের টিকে থাকার মাধ্যম,তাই এদেশের নিয়মকানুন মেনে চলার আহ্বান জানান মাহফিলে আগত সবাইকে.
এতে আরো বক্তব্য রাখেন উপদেষ্টা আবুল ফজল, সহ-সভাপতি মাওলানা আব্দুল মুমিন, সংযুক্ত আরব আমিরাতে জনপ্রিয় নিউজপোর্টাল আমিরাত সংবাদ এর সম্পাদক মোহাম্মদ ইসমাইল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাঈম উদ্দিন সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্মসাধারণ সম্পাদক ওমর ফারুক প্রচার সম্পাদক মোহাম্মদ ওসমান সংগঠনের সদস্য ইসমাইল শিকদারসহ আরো অনেকে.
সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশে থেকে আঞ্জুমানে নওজোয়ানের আমিরাত শাখার সদস্যরা উপস্থিত ছিলেন.
মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু ছালেহ.
Discussion about this post